ঢাকা : স্ত্রী হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার মধ্যরাতে এসপি বাবুল আক্তারকে গভীর রাতে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যায় পুলিশ। এরপর থেকে আলোচনা ছড়িয়ে পড়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
যদিও আজ শনিবার বিকেল ৪টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এরপর তিনি শ্বশুরবাড়িতে যান।
বাবুল আক্তার উল্টো বলেন, কে বলেছে আমাকে গ্রেপ্তার করা হয়েছে? আমাকে কেউ গ্রেপ্তার করেনি।
যেহেতু আমি মামলার বাদী, তাই এ মামলার তদন্ত সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার জন্য আমাকে ডাকা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট নানা বিষয়ে আমাদের কথা হয়েছে।
তবে কী বিষয়ে কথা হয়েছে এ ব্যাপারে গণমাধ্যমকে তিনি বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়েই কথা হলো।
এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার বলেছেন, বাবুল আক্তার যেহেতু মামলার বাদী, তাই মামলা সংক্রান্ত বিষয়ে জানার জন্যই তাকে ডাকা হয়েছিল। অন্যকিছু না।
গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তার শ্বশুরবাড়ি রাজধানীর খিলগাঁও মেরাদিয়া ১২০ নম্বর বাসা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাকে। বাবুল আক্তারের শ্বশুরও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
প্রসঙ্গত, গত ৫ জুন নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
২৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম