শনিবার, ২৫ জুন, ২০১৬, ০৫:৪৬:১২

আবার বাড়ল সোনার দাম

আবার বাড়ল সোনার দাম

ঢাকা : সপ্তাহের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম।  সাতদিনের মাথায় সোনার দাম বাড়ল।  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে সবেচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ২২৪ টাকা বেড়েছে।

রোববার থেকে নতুন মূল্য কার্যকর হবে বলে শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস।  সর্বশেষ গত ১৮ জুন সোনার দাম একই হারে বেড়েছিল।

এ নিয়ে চলতি বছর সপ্তমবারের মতো দাম বাড়ল সোনার।  তবে গত ৩১ মে একবার সোনার দাম কমেছিল।

রোববার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ৪৮ হাজার ৩৪৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪৬ হাজার ১৮৯ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৩৯ হাজার ৫৯৯ টাকায় বিক্রি হবে।

সোনার দাম ভরিতে ২২ ক্যারেটে ১ হাজার ২২৪ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৯৯১ টাকা বেড়েছে।

বর্তমানে ভরিপ্রতি ২২ ক্যারেট ৪৭ হাজার ১২৩ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ২৩ টাকা ও ১৮ ক্যারেট ৩৮ হাজার ৬০৮ টাকা।

রোববার থেকে সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম হবে ২৭ হাজার ৫২৭ টাকা।  এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৬ হাজার ৮২৭ টাকা।  তাতে দাম বেড়েছে ৭০০ টাকা।

সোনার সঙ্গে রূপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। প্রতি ভরি রূপার দাম বর্তমানে ১ হাজার ১৬৬ টাকা। রোববার থেকে এ দাম বেড়ে হবে ১ হাজার ২২৫ টাকা।
২৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে