শনিবার, ২৫ জুন, ২০১৬, ০৬:২৯:০৮

এসপি বাবুল আক্তারের শ্বশুরের বাসায় নিরাপত্তা জোরদার

এসপি বাবুল আক্তারের শ্বশুরের বাসায় নিরাপত্তা জোরদার

ঢাকা : দীর্ঘ সময় পর ডিবি কার্যালয় হতে শ্বশুরের বনশ্রীর বাসায় ফিরেছেন চট্টগ্রামের আলোচিত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার।  বাসায় ফেরার পরপরই নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

বাবুল আক্তারের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, বিকেল ৪টার কিছু পরই বাবুল বাসায় ফিরেছে।  ডিসি ডিবি (ইস্ট ডিভিশন) মাহবুবুল আলমের গাড়িতে বাসায় ফেরে সে।  

খিলগাঁও থানার এসআই শহীদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বাবুল আক্তারের বাসার সার্বিক নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন।

বাসায় ফেরার পর শনিবার বিকেল সোয়া ৪টার দিকে এসপি বাবুল আক্তার মুঠোফোনে সাংবাদিকদের জানিয়েছিলেন, কে বলেছে আমাকে গ্রেফতার করা হয়েছে? তার স্ত্রী হত্যার মামলার তদন্তের বিষয়ে আলোচনা করতেই ডেকে নেয়া হয়েছিল।

তিনি বলেন, আমাকে গ্রেফতার করা হয়নি।  যারা তদন্ত করছেন, তারা বিভিন্ন বিষয়ে আমার সঙ্গে আলোচনা করেছেন।

তবে তাকে কোথায় ডেকে নেয়া হয়েছিল সে বিষয়ে কিছুই জানাননি তিনি।

বাবুল আক্তারের স্ত্রী হত্যার ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে গোয়েন্দা পুলিশ, র‌্যাব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই)।

পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, শনিবার সকালে বাবুল আক্তারকে পুলিশ হেড কোয়ার্টার্সে নিয়ে যাওয়া হয়। সেখানে আইজিপির সঙ্গে দেখা করেছেন তিনি।  এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও উপস্থিত ছিলেন।

তবে তাদের মধ্য কী বিষয়ে কথা হয়েছে তা জানা যায়নি।

গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তার শ্বশুরবাড়ি রাজধানীর খিলগাঁও মেরাদিয়া ১২০ নম্বর বাসা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাকে।  আজ বিকেলে তিনি বাসায় ফেরেন।

প্রসঙ্গত, গত ৫ জুন নগরীর জিইসির মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
২৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে