ঢাকা : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
বর্তমানে তিনি দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন। দুর্ঘটনায় অজ্ঞান হয়ে পড়লেও হাসপাতালে নেয়ার পর জ্ঞান ফিরেছে তার।
ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে শনিবার বিকেলে দুর্ঘটনা ঘটে।
এসময় তার সঙ্গে স্ত্রীও ছিলেন। তবে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
২৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম