রবিবার, ২৬ জুন, ২০১৬, ১০:১৮:৪৪

বাংলাদেশের দুই বিশিষ্ট আলেম একই দিনেই পাড়ি দিলেন না ফেরার দেশে!

বাংলাদেশের দুই বিশিষ্ট আলেম একই দিনেই পাড়ি দিলেন না ফেরার দেশে!

নিউজ ডেস্ক : বিশিষ্ট আলেমে দ্বীন মাসিক মদিনার সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খান ১৯ রমজান (২০১৬) শনিবার পৃথিবীকে চিরবিদায় জানান। দেশের আরও একজন বিশিষ্ট আলেম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক(রঃ) ঠিক একই দিনে গত ২০১২ সালে ১৯ রমজান না ফেরার দেশে চলে যান।

ইসলামের সঠিক দিক নির্দেশনা প্রদানে এই দুই নক্ষত্রতুল্য আলেম ভূয়সী ভূমিকা রাখেন। মুহিউদ্দিন খান ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত মারেফুল কোরআন-এর বাংলা অনুবাদ করেন।

তিনি মাসিক মদিনা নামে একটি পত্রিকার সম্পাদক ছিলেন। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথেও জড়িত ছিলেন তিনি।  তিনি রাবেতা আলম আল ইসলামি ও ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেসসহ বিভিন্ন আন্তর্জাতিক ইসলামি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

মাওলানা মুহিউদ্দিন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ছিলেন। এক পর্যায়ে ২০ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন মাওলানা মহিউদ্দিন খান। তার মৃত্যুতে শোকাহত দেশের রাজনৈতিক অঙ্গনও।
২৬ জুন ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে