রবিবার, ২৬ জুন, ২০১৬, ০৫:৪৮:০৫

পলিটেকনিকে ভর্তির ফল জানা যাবে যেভাবে

পলিটেকনিকে ভর্তির ফল জানা যাবে যেভাবে

ঢাকা : সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ ১১৪টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ( www.techedu.gov.bd) এ ফল পাওয়া যাবে।

রোববার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।  এ সময় তিনি ল্যাপটপের মাধ্যমে তিন শিক্ষার্থীর ট্রাকিং নম্বর এন্ট্রি করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আজ থেকে মেধাতালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু হলো, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।  আবেদনকারী শিক্ষার্থীর মোবাইল নম্বরে ফল জানিয়ে দেয়া হবে।  

তিনি বলেন, অপেক্ষমাণ তালিকা ধরে ২ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ভর্তি করা হবে।  আগামী ১৬ আগস্ট ক্লাস শুরু।

নুরুল ইসলাম নাহিদ বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে সরকারি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদের কোর্সে ৬ লাখ ৫৬ হাজার ৬০৬ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।  

তিনি বলেন, এর মধ্যে ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং একটি ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের দুই শিফটে ৫৭ হাজার ৭৮০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।

উল্লেখ্য, সরকারি ১১৪টি প্রতিষ্ঠানে ১ লাখ ৬৫ হাজার ১৭৭ জন শিক্ষার্থী অনলাইনে ভর্তির আবেদন করে।  

প্রথম শিফটে ৩২ হাজার ৩৪০টি আসনের বিপরীতে আবেদন পড়ে ৯৯ হাজার ৭১৮টি এবং দ্বিতীয় শিফটে ২৫ হাজার ৪৪০টি আসনের বিপরীতে আবেদন পড়ে ৬৫ হাজার ৪৫৯টি।

৩০ মে থেকে আবেদন শুরু হয়ে শেষদিন ছিল ২০ জুন।  গত বছর দুই শিফটে আসন সংখ্যা ছিল ৩১ হাজার ৫৬০টি।  এবার আসন সংখ্যা বাড়ানো হয়েছে ২৬ হাজার ২২০টি।
২৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে