ঢাকা : স্ত্রী খুনের ঘটনায় এসপি বাবুল আক্তারের সঙ্গে ১৫ ঘণ্টা কি কথা হলো তা ইউটিউবের মাধ্যমে জাতির কাছে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শুক্রবার মধ্যরাতে বাবুল আক্তারকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর ১৫ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও গুজব রটে।
এ নিয়ে দিনভর চলে নাটকীয়তা। পরে অবশ্য ছাড়া পান বাবুল আক্তার। ছাড়া পেয়ে বাবুল আক্তার বলেন, কে বলেছে আমাকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাদী হিসেবে আমাকে ডাকা হয়েছিল।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার পর আপনারা বললেন, তাকে জঙ্গিরা হত্য করেছে। আবার বললেন, জামায়াত-শিবির হত্যা করেছে।
তিনি বলেন, আসলে এসপি বাবুল আক্তারের সাথে পুলিশ হেফাজতে ১৫ ঘণ্টা আইনশৃঙ্খলা বাহিনীর কি কথা হয়েছে তা ইউটিউবে প্রকাশ করুন। ভালো মন্দ দেশের জনগণ বিচার করবে।
জাতীয় প্রেসক্লাবে স্বাস্থ্য আন্দোলন ও উবিনীগ আয়োজিত ‘রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা : উপেক্ষিত স্বাস্থ্য বাজেট’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ১ লাখ আলেমের জঙ্গিবাদবিরোধী ফতোয়া নিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আপনারা গণস্বাক্ষর নিয়েছেন সাধুবাদ জানাই। কিন্তু একটি সংরক্ষিত এলাকা কুমিল্লা সেনানিবাসে সোহাগী জাহান তনুকে হত্যার পর তো আপনারা কোনো আওয়াজ দিলেন না। আপনারা কি মানুষকে ভয় পান নাকি আল্লাহকে?
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনারের সময়ে দেশে সুষ্ঠু ভোট হয়নি। যা হয় তা সবই ধাপ্পাবাজি। কাজী রকীব উদ্দিনের কাজই হলো ধাপ্পাবাজি করা।
অর্থমন্ত্রীর উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আপনারা এত জনকে ফাঁসি দিতে পারেন আর ব্যাংক লুটসহ একটি লুটপাটেরও তো বিচার করতে পারলেন না- এটা কেমন কথা?
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবলিক হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোজাহেরুল হক, স্বাস্থ্য আন্দোলনের সদস্য পলাশ বরাল, উবিনীগের পরিচালক সীমা দাশ প্রমুখ।
২৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম