নিউজ ডেস্ক : গুম হওয়ার পর ফিরে আসা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘দীর্ঘদিন গুম করে রেখে আমাকে অনেক কষ্ট দেয়া হয়েছে। আমি যেদিন বের হবো সেদিন রাতে ফরিদপুরের একটি নির্জন বাড়িতে আমাকে বেঁধে রাখা হয়। তখন আমার মনে হয়েছিল- ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন ভাই- এদের সাথে হয়তো দেখা হয়ে যাবে। কিন্তু হলো না।’
রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়।
আনিসুর রহমান তালুকদার খোকন তার বক্তব্যে গুম হওয়াদের ফিরিয়ে আনতে নেতাকর্মীদের ঘরে বসে না থেকে রাজপথে নেমে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, গতবছর নিখোঁজ হওয়ার প্রায় তিন মাসেরও বেশি সময় পর আনিসুর রহমান তালুকদার খোকনকে আটক করেছিল র্যাব। তবে তাকে গুম করা হয়েছিল বলে দাবি করেন খোকন।
২৭ জুন,২০১৬/ এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম