সোমবার, ২৭ জুন, ২০১৬, ১২:৫০:৩৫

‘গুমের দেশে’ গিয়ে বাবাকে ফিরিয়ে আনতে চায় ছোট্ট হৃদি

‘গুমের দেশে’ গিয়ে বাবাকে ফিরিয়ে আনতে চায় ছোট্ট হৃদি

নিউজ ডেস্ক : ‘গুমের দেশে’ গিয়ে নিখোঁজ বাবাকে ফিরিয়ে এনে একসঙ্গে ঈদ উদযাপন করতে চায় গুম হওয়া বংশাল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের পাঁচ বছর বয়সী মেয়ে হৃদি। এ জন্য সরকারের কাছে ‘গুমের দেশে’ যাওয়ার একটি টিকিট চায় ছোট্ট নিষ্পাপ এই মেয়েটি।

রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির এক আলোচনা সভায় এ কথা বলে হৃদি। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়।

মায়ের কোলে উঠে মাইক্রোফোনের সামনে গিয়ে ছোট্ট হৃদি বলে, ‘আমার বাবা গুমের দেশে গেছে। আমিও সেখানে যাবো। সেখানে গিয়ে বাবাকে খুঁজে নিয়ে আসবো। বাবাকে ছাড়া ভালো লাগে না। বাবাকে নিয়েই ঈদ করবো। আমায় গুমের দেশে যাওয়ার একটি টিকিট দাও।’

নিষ্পাপ হৃদির এমন আবেগঘন কথা মিলনায়তনে উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। অশ্রুসিক্ত হয়ে পড়েন তারা।

বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এছাড়া আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গুম হওয়া ছাত্রদল নেতা নিজাম উদ্দিন মুন্নার বাবা শামসুদ্দিন প্রমুখ।
২৭ জুন,২০১৬/ এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে