নিউজ ডেস্ক : এবারও আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সোমবার দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের ভুইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। এ সময় আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সুবহান গোলাপ ঈদ শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।
শুভেচ্ছা কার্ড প্রদানের পর আবুল খায়ের ভুইয়া বলেন, বিবেধের রাজনীতির ভুলে ঐক্যের রাজনীতি চালু করা উচিত। তাই খালেদা জিয়া বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রীকে ঈদ শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন।
২৭ জুন,২০১৬/ এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম