সোমবার, ২৭ জুন, ২০১৬, ০১:৫১:২৫

১৪ ‘প্রতারক’ আটক

১৪ ‘প্রতারক’ আটক

নিউজ ডেস্ক : পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়- এমন এক ‘সংঘবদ্ধ চক্রের’ ১৪ জনকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব।

রোববার ঢাকার মহাখালী ডিওএইচএস, বারিধারা ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটকের করা হয় বলে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মো. আবু সাঈদ খান জানান। তবে আটকদের নাম পরিচয় প্রাথমিকভাবে প্রকাশ করেননি তিনি।

আবু সাঈদ খান বলেন, এই চক্রের সদস্যরা বিভিন্ন পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিল। সেই বিজ্ঞাপন দেখে লোকজন আবেদন করত এবং প্রতারকরা ইন্টারভিউ নিয়ে চাকরির নিশ্চয়তাও দিত।

তিনি জানান, এরপর কখনো অফিসের খরচ বা সিকিউরিটি মানির কথা বলে পদ অনুযায়ী পাঁচ থেকে দশ হাজার টাকা করে আদায় করা হত আবেদনকারীদের কাছ থেকে। কখনো কখনও আরও বেশি অর্থ নেওয়ারও তথ্য পাওয়া গেছে।

এই র‌্যাব কর্মকর্তা জানান, প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন এলাকায় এক থেকে দুই মাসের জন্য অফিস ভাড়া করে চাকরির বিজ্ঞাপন দিয়ে ইন্টারভিউ নিত এবং এরপর মোবাইল ফোন বন্ধ করে অন্য এলাকায় সরে যেত। পরে সংবাদ সম্মেলন করে আটকদের নাম ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।
২৭ জুন,২০১৬/ এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে