ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু কীভাবে হয়েছে তার তদন্ত দাবি করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী।
২৭ জুন সোমবার দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।
খালেদা জিয়ার দিকে ইঙ্গিত করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী আবার বিরোধীদলীয় নেতাও ছিলেন।
তিনি বলেন, কিন্তু তার কথাবার্তায় কোনো শালীনতা নেই। তার এ ধরনের আচরণের কারণে আরাফাত রহমান কোকো হতাশায় নিমজ্জিত ও মাদকাসক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
এমপি খালিদ মাহমুদ চৌধুরী বলেন, একজন রাষ্ট্রপতির ছেলে, একজন সাবেক প্রধানমন্ত্রীর ছেলের এ ধরনের অস্বাভাবিক মৃত্যু হতে পারে না। যদি অস্বাভাবিক মৃত্যু হয়েই থাকে তার দায় নিতে হবে খালেদা জিয়াকেই।
তিনি বলেন, কারণ তিনি তার ছেলেদের লালন-পালন করার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে মেহনতি মানুষের অর্থ নিয়েছেন। তার পুত্রের মৃত্যু অস্বাভাবিকভাবে হতে পারে না।
২৭ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম