মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪৮:০৬

গদি টেকাতেই চাকরিজীবীদের বেতন বৃদ্ধি : শাহ মোয়াজ্জেম

গদি টেকাতেই চাকরিজীবীদের বেতন বৃদ্ধি : শাহ মোয়াজ্জেম

নিউজ ডেস্ক : গদি টেকাতেই ১৬ কোটি মানুষকে জিম্মি করে বেতন বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কর্মজীবী সমাবেশে এ  মন্তব্য করেন তিনি।
 
তারেক রহমানের অষ্টম কারামুক্তি দিবস ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল এ সমাবেশের আয়োজন করে।   

মোয়াজ্জেম হোসেন বলেন, মার্কিন গবেষণায় শেখ হাসিনার জনপ্রিয়তা নাকি বেড়েছে।  বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে গোপালগঞ্জ আসনে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জামানত হারাবেন।

দেশের ইজ্জত নিয়ে প্রধানমন্ত্রীর সোনার ছেলেরা ছিনিমিনি খেলছে দাবি করে তিনি বলেন, এ সোনার ছেলেরা হত্যা, গুম, নারী নির্যাতন এমন কোনো জঘণ্য কাজ নেই যা করেনি।

এ সময় তিনি তারেক জিয়াকে বাংলাদেশের আরেক জিয়া বলে উল্লেখ করেন। তিনি বলেন, তারেক রহমান দেশে আসবেন, কেউ ঠেকাতে পারবে না।  দেশের মানুষ তার অপেক্ষায় রয়েছে।  

এসময় তিনি জীবনের শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।  তিনি বলেন, তিনি আপসহীন নেত্রী।  অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথানত করেন না।  ভারতের কাছে বিক্রি হওয়ার মতও নেত্রী নন তিনি।  

আয়োজক সংগঠনের সভাপতি হাজী মোহাম্মাদ লিটনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমেদ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড.আহমেদ আজম খাঁন, জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন প্রমুখ।
৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে