ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, বিশিষ্ট কলাম লেখক আসিফ নজরুল বলেছেন, মিতুর হত্যার পেছনে আসলে কে? আমার মনে হয়, তা কোনোদিন প্রকাশ করা হবে না।
ফেসবুকে নিজের পেজে সোমবার দুপুরে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুলের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :
‘মিতুর হত্যার পেছনে আসলে কে?
আমার মনে হয়, চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুর হত্যার পেছনে আসলে কে ছিল তা কোনদিন প্রকাশ করা হবে না। কারন তা করা হলে মানুষ (সরকারিভাবে) জেনে যাবে যে, কোন জঙ্গি এই কাজ করেনি। জেনে যাবে যে এটা আসলে হয়ত আওয়ামী লীগ বা পুলিশ-এর কেউই করেছে।
মিথ্যা জঙ্গিবাদের কথা তুলে হাজার হাজার সাধারণ মানুষকে গ্রেফতার করা হয়েছিল মিতু হত্যার পর! এই মিথ্যাচার আর অনাচারের বিচার নেই কেন?’
২৭ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম