ঢাকা : ব্রিটেনের প্রধানমন্ত্রীকে অনুসরণ করে বাংলাদেশেও একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেছেন, ব্রিটেনে গণভোটের পর সেখানকার প্রধানমন্ত্রী রায় মেনে নিয়ে নির্বাচন ঘোষণা করেছেন। তেমনি ব্রিটেনের প্রধানমন্ত্রীকে অনুসরণ করে বাংলাদেশেও একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন।
২৭ জুন সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে ঢাকা লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এ আহবান জানান।
এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এ ইফতার মাহফিলের আয়োজন করে।
খালেদা জিয়ার সঙ্গে মূল মঞ্চে ইফতার মাহফিলে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক নেতা অধ্যাপক ছদরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি প্রকৌশলী আ ন হ আক্তার হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কৃষিবিদ মোখলেসুর রহমান, হাসান তুহিন জাফরী, শামীমুর রহমান শামীম, শামছুল আলম তোফা প্রমুখ।
২৭ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম