শনিবার, ০২ জুলাই, ২০১৬, ০২:১২:৫৭

বিশ্ব মিডিয়ার নজর ঢাকার দিকে

বিশ্ব মিডিয়ার নজর ঢাকার দিকে

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের জিম্মি অবস্থা, গোলাগুলি ও পুলিশ হতাহতের বিষয় এখন সারাবিশ্বের নজরে এসে দাঁড়িয়েছে। বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যম গুলোর দৃষ্টির এখন ঢাকার দিকে। মার্কিন গণমাধ্যম সিএনএন, ব্রিটিশ বিবিসি, ভারতের এনডিটিভি, পাকিস্তানের ডন, মধ্যপ্রাচ্যের আল-জাজিরাসহ বিশ্বের সবকটি প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমে এখন শীর্ষ খবর এটি।

সিএনএন, বিবিসি, এনডিটিভি, ডন সবাই কূটনৈতিক জোনে পুলিশ কর্মকর্তা নিহতের বিষয়টি ফলাও করে প্রচার করেছে। বাংলাদেশ আসলে এই মুহূর্তে কতটুকু নিরাপদ তা নিয়েও প্রশ্ন তুলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। পরিস্থির উত্তোরণে বাংলাদেশের প্রশাসন কতটুকু সফল হতে পারবে তার দিকে নজর সংবাদমাধ্যম গুলোর।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়াও কূটনৈতিক জোনে এমন হামলার খবর ফলাও করে প্রচার করছে।

ইতিমধ্যেই অস্ত্রধারীদের হামলায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন নিহত হয়েছেন।

এদিকে, জিম্মিকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে চাইছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।

উল্লেখ্য, গুলশানের হলি আর্টিজেন রেস্টুরেন্টেতে সন্ত্রাসীরা বিদেশিসহ কমপক্ষে ২০জন নাগরিককে জিম্মি করে রেখেছে। রেস্টুরেন্টের ভেতর থেকেই ৮-৯ জন সশস্ত্র সন্ত্রাসীরা প্রথমে পুলিশের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে। হোটেলের আশপাশ এলাকা পুলিশ ঘিরে রেখেছে।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে। পুলিশ ও র‌্যাবের বিশেষ ইউনিট হোটেল থেকে জিম্মিদের উদ্ধারের পরিকল্পনা করছে।

২ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে