রবিবার, ০৩ জুলাই, ২০১৬, ০২:৫৬:৩৩

বাঙালিদের হত্যা না করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল: প্রত্যক্ষদর্শী

বাঙালিদের হত্যা না করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল: প্রত্যক্ষদর্শী

জাতীয় ডেস্ক: গুলশানে হামলাকারীদের টার্গেট ছিল বিদেশি নাগরিকরা। তারা বাঙালিদের না মারার প্রতিশ্রুতি দিয়েছিল। একজন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এসব কথা জানিয়েছে।

নিউ ইয়র্ক টাইমসকে নিজের অভিজ্ঞতার বর্ণনা দেওয়া সেই প্রত্যক্ষদর্শীর নাম সুমির বরাই। তিনি গুলশান-২ এ অবস্থিত রেস্টুরেন্টের রাঁধুনি ছিলেন। হামলার সময় তিনি বাথরুমে লুকিয়ে ছিলেন। এক সময় তিনি টের পান, রেস্টুরেন্টে উপস্থিত মানুষদের বাছাই করা হচ্ছে। সে সময় একজন অস্ত্রধারী চিৎকার করে বলেন, ‘বাঙ্গালিরা বের হয়ে আসুন।’

সুমির ও তার সঙ্গে লুকিয়ে থাকা আটজন বাথরুমের দরজা খুলে বের হয়ে দুই সুবেশ তরুণকে দেখতে পান। তাদের পরনে ছিল জিন্সের প্যান্ট, গায়ে টি-শার্ট। তরুণদের একজন বলেন, ‘আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা বাঙ্গালিদের মারবো না, শুধু বিদেশীদের মারবো।’

এ সময় সুমির রেস্টুরেন্টের চারপাশে চোখ বুলিয়ে মেঝেতে ছয় সাতটি মৃতদেহ দেখতে পান। গুলি ও ধারালো অস্ত্রে ক্ষতবিক্ষত সেই সব মরদেহ বিদেশিদেরই ছিলো বলে মনে করেছিলেন তিনি।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস, সিএনএন
৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে