রবিবার, ০৩ জুলাই, ২০১৬, ০৪:২৫:৩২

হামলাকারীরা প্রশিক্ষিত শিবিরকর্মী: নাসিম

হামলাকারীরা প্রশিক্ষিত শিবিরকর্মী: নাসিম

ঢাকা : ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলাকারীরা প্রশিক্ষিত শিবিরকর্মী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

একইসঙ্গে ওই হামলার ঘটনায় ১১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

নাসিম বলেন, যে ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে, তারা সবাই এখানকার লোক এবং এখানকার সন্তান।  কারা এর সঙ্গে জড়িত তা আপনারাও বুঝতে পারছেন। প্রশিক্ষিত শিবির যারাই, তারাই এ ঘটনাগুলো ঘটাচ্ছে।

গুলশানের হামলার নিন্দা জানিয়ে খালেদা জিয়া বিবৃতির প্রসঙ্গ তিনি বলেন, এটা একটি রক্তাক্ত অভ্যুত্থান।  এ ভাষায় তিনি বিবৃতি দিয়ে প্রকারান্তরে খুনিদের পক্ষ অবলম্বন করেছেন।

নাসিম বলেন, যেখানে প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কাউকে আক্রমণ করেননি। অথচ এ ঘটনাকে দুঃশাসনের প্রতিক্রিয়া হিসেবে রক্তাক্ত অভ্যুত্থান অভিহিত করেছেন খালেদা জিয়া। এ বক্তব্যের মধ্যদিয়েই তার খুনিদের পক্ষাবলম্বন প্রকাশ পেয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত গুপ্তহত্যার যত ঘটনা ঘটেছে, তারা প্রত্যেকটি পুলিশি জিজ্ঞাসাবাদে বলেছে, তারা আগে শিবির করত।  জামায়াতের পক্ষ থেকে বিশাল অঙ্কের অর্থ সহায়তা করে এ সমস্ত সন্ত্রাসী তৎপরতায় সহায়তা করা হচ্ছে।

১৪ দলের বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ও জাসদের (একাংশ) সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।
৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে