রবিবার, ০৩ জুলাই, ২০১৬, ০৮:৩২:১৮

জানেন, গুলশানে জঙ্গিদের হাতে খুন ইশরাত, অবিন্তা ও ফারাজের পরিচয়?

জানেন, গুলশানে জঙ্গিদের হাতে খুন ইশরাত, অবিন্তা ও ফারাজের পরিচয়?

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গিদের হাতে খুন হন তিন বাংলাদেশি।  জানেন কি তাদের পরিচয়?

নিহতরা হলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফারাজ হোসেন, ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান ইশরাত আখন্দ এবং ল্যাভেন্ডারের মালিকের নাতনী অবিন্তা কবির।

এর আগে শনিবার সকালে জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযানের পর দুপুরে আইএসপিআরের সংবাদ সম্মেলনে শুধু ২০ জন বিদেশির নিহতের তথ্য জানানো হয়, যাদের সবাইকে রাতেই হত্যা করে বন্দুকধারী জঙ্গিরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কমান্ডো অভিযানে ৬ বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়।  সন্দেহভাজন একজনকে জীবিত আটক করা হয়েছে।
 
রাতেই অভিযানে ডিবির একজন কর্মকর্তা ও বনানী থানার ওসি নিহত হন।  

জানা গেছে, লতিফুর রহমানের মেয়ে সিমিন হোসেনের দুই ছেলের মধ্যে ফারাজ সবার ছোট। শুক্রবার রাতে নিজে গাড়ি চালিয়ে গুলশানের ওই ক্যাফেতে ফারাজ গিয়েছিলেন বলে জানায় পরিবার সংশ্লিষ্টরা।

আর্ট গ্যালারির সাবেক প্রধান ও জেডএক্সওয়াই ইন্টারন্যাশনালের মানবসম্পদ বিভাগের পরিচালক ইশরাত ইনস্টিটিউট অফ এশিয়ান ক্রিয়েটিভসে ছিলেন।

তিনি গ্রামীণফোন ও ওয়েস্টিন হোটেলেও কাজ করেছিলেন।  অবিন্তা কবিরের দাদা মনজুর মোরশেদ সুপার স্টোর ল্যাভেন্ডারের মালিক।  
৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে