ঢাকা : ঢাকার গুলশানে জঙ্গি হামলার ঘটনায় নিন্দা ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বারাক ওবামার সমবেদনার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
এ সময় তিনি সন্ত্রাস নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্রে আগ্রহের কথা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান-২ নম্বরের হলি আর্টিজেন রেস্টুরেন্টে একদল অস্ত্রধারী ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। শনিবার সকালে কমান্ডো অভিযান চালিয়ে ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়।
এ সময় সেখান থেকে ২০টি মৃতদেহ বের করা হয়, যাদের রাতেই গলা কেটে হত্যা করা হয় বলে আইএসপিআর জানিয়েছে। নিহতদের ১৭ জনই বিদেশি এবং ৩জন বাংলাদেশি।
এছাড়া হামলার শুরুতে পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি এবং পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। কমান্ডো অভিযানে ছয় বন্দুকধারী নিহত হয় এবং ক বন্দুকধারীকে আটক করা হয়।
৩জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম