নিউজ ডেস্ক : কূটনৈতিক এলাকার কেন্দ্র গুলশানে জঙ্গি হামলার অভূতপূর্ব ঘটনার পর ঢাকার কূটনৈতিক নিরাপত্তার মান নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মনে করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন।
রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মত তুলে ধরেন ইইউ প্রতিনিধিদলের প্রধান। তবে সন্ত্রাসী এই হামলার বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত টানার সময় আসেনি বলে মন্তব্য করেন মায়াদন।
গত শুক্রবার গুলশানের হলি আর্টিজান বেকারিতে প্রথমবারের মতো এধরনের হামলায় ১৭ বিদেশিসহ ২০ নিহত হন, যাদের মধ্যে ইইউভুক্ত দেশ ইতালির ৯ নাগরিক রয়েছে।
ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘এখন শোকের সময়। নিহতের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে এবং শোকের মুহূর্ত পার করতে হবে। তারপর পরিস্থিতির গভীর পর্যালোচনা করতে হবে।’
ঘটনার পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সরকারের নির্দেশনার বিষয়ে অবগত থাকার কথা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মায়াদন।
তিনি মনে করেন, এতে সবার মধ্যে এক ধরনের নিরাপত্তা বোধ তৈরি হলেও মর্মান্তিক এই ঘটনা দেখিয়েছে যে সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা বলে কিছু নেই। তাই ‘নতুন ধরনের এই শক্তির বিরুদ্ধে নিরাপত্তার মান পুনর্মূল্যায়ন করতে হবে। আর এ প্রক্রিয়ায় ইইউও অংশ নেবে বলে জানান।
০৪ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম