ঢাকা : আজ সোমবার থেকে আগাম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। ঢাকাসহ, রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় এ টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টা থেকে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
৪ জুলাইয়ের ফিরতি টিকিট মিলবে ৮ জুলাই, ৫ জুলাইয়ের টিকিট ৯ জুলাই, ৭ জুলাইয়ের টিকিট ১০ ও ১১ জুলাই এবং ৮ জুলাইয়ের টিকিট ১২ জুলাই বিক্রি করা হবে।
একজন যাত্রী সর্বাধিক ৪টি টিকিট কিনতে পারবেন এবং বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না।
এদিকে ফিরতি টিকিট নেয়ার জন্য কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল। কিন্তু বাড়ি ফেরার জন্য অগ্রিম টিকিট নেয়ার মতো চাপ ছিল না।
এ ব্যাপারে রেলওয়ের কর্মকর্তারা বলছেন, এরই মধ্যে অনেকে ঢাকা ত্যাগ করেছেন। তারা নিজ নিজ জেলার রেলস্টেশন থেকেই ফিরতি টিকিট সংগ্রহ করবেন। এজন্য ঢাকায় চাপ নেই।
স্পেশাল ট্রেন সার্ভিসেও ঘরমুখো মানুষের চাপ নেই। স্বাভাবিকভাবেই যাত্রীরা বাড়ি ফিরছেন। সড়ক পথের চেয়ে উল্টো চিত্র লক্ষ্য করা গেছে রেলপথে।
ভোগান্তি ছাড়াই ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন।
৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম