নিউজ ডেস্ক : গত শুক্রবার রাতে ঢাকার গুলশানে হলি আর্টিজানে রেস্টুরেন্টে হামলার ঘটনায় নিহত ৫ জঙ্গির মধ্যে দুজন ছিলেন পিস টিভির জাকির নায়েকের ভক্ত।
এ দুজন হলেন নিবরাস ইসলাম ও রোহান ইমতিয়াজ। এই ২ জঙ্গি জাকির নায়েক ছাড়াও আনজেম চৌধুরী এবং শামী উইটনেসের ধর্মীয় মতাদর্শও অনুসরণ করতেন।
কথিত রয়েছে, আনজেম চৌধুরী এবং শামী উইটনেস জঙ্গি সংগঠন আইএসের হয়ে লোক নিয়োগ দিতেন। ২২ বছর বয়সী জঙ্গি নিবরাস ইসলাম এই দুই ধর্মগুরুকে সামাজিক মাধ্যম টুইটারে অনুসরণ করছেন ২০১৪ সাল থেকে।
আরেক খুনি রোহান ইমতিয়াজ আওয়ামী লীগ নেতার ছেলে। গত বছর জাকির নায়েকের পিস টিভির হয়ে প্রচারণা চালিয়েছেন ফেসবুকে। রোহান সমস্ত মুসলমানকে সন্ত্রাসী হওয়ার জন্য প্ররোচনা দিয়েছেন ফেসবুকে।
৪৯ বয়সী ধর্মীয় নেতা আনজেম চৌধুরী ব্রিটিশ নাগরিক। ব্রিটেনের সন্ত্রাসবিরোধী আইন ভঙ্গ করায় বর্তমানে বিচারের মুখে তিনি।
এদিকে ভারতের ব্যাঙ্গালোরের আইএস প্রচারক শামী উইটনেসের একটি টুইটার অ্যাকাউন্ট রয়েছে মেহেদি বিশ্বাস নামে। আইএস সমর্থক হওয়ায় শামীও বিচারের মুখে।
শামীর টুইটার অ্যাকাউন্ট তদন্তের পর ২০১৪ সালের ডিসেম্বরে তাকে আটক করা হয়েছিল। ২০১৪ সালে আগস্টে তার অ্যাকাউন্ট জব্দ করা হয়। আনজেমের টুইটার অ্যাকাউন্ট জব্দ করা হয় ২০১৫ সালের আগস্টে।
ডক্টর জাকির নায়েককেও যুক্তরাজ্য, কানাডা এবং মালয়েশিয়ায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশে জাকির নায়েক অত্যন্ত জনপ্রিয়। তার পিস টিভির প্রচারণা ও লেকচারের মাধ্যমেই মুসলিমদের মাঝে এই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
ইসলামিক স্টেটের মিডিয়া এবং সাইট ইন্টেলিজেন্সের দেয়া ছবি ও তথ্য অনুসারে এটা ধরে নেয়া সম্ভব যে, গুলশান হামলার জঙ্গিরা যে সময়টায় বাড়ি থেকে নিখোঁজ ছিল ওই সময়ে তারা অস্ত্র পরিচালনা ও জঙ্গি হামলার প্রশিক্ষণ নিয়েছেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি। এরপর তারা অন্তত ৩৩ দেশি-বিদেশিকে জিম্মি করে।
প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্টুরেন্টের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়। তথ্যসূত্র : দ্য ডেইলি স্টার
৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম