সোমবার, ০৪ জুলাই, ২০১৬, ০৮:৪৬:২৭

২০ মিনিটের মধ্যেই বিদেশিদের হত্যা করে জঙ্গিরা, জানতো পুলিশ : আইজিপি

২০ মিনিটের মধ্যেই বিদেশিদের হত্যা করে জঙ্গিরা, জানতো পুলিশ : আইজিপি

ঢাকা : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্ট দখল নেয়ার ২০ মিনিটের মধ্যেই বিদেশি জিম্মিদের হত্যা করে জঙ্গিরা।  সে বিষয়টি জানতো পুলিশ। এমনটাই বলেছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

গুলশানে জিম্মি উদ্ধার অভিযানে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি।  

আইজিপি শহীদুল হক বলেন, অনেক উন্নত দেশের তুলনায় কম সময়েই গুলশানের ঘটনা নিয়ন্ত্রণে এসেছে।  বেশ কয়েকটি উন্নত দেশে এ ধরনের হামলার ঘটনা নিয়ন্ত্রণে আনতে দুই থেকে চারদিন লেগে গেছে।  

তিনি বলেন, সেক্ষেত্রে মুম্বাই হামলায় চারদিন ও কেনিয়ায় দু’দিন লেগেছে।  এসব ঘটনায় শত শত লোক মারা গেলেও কোনো জঙ্গি ধরা পড়েনি।

পুলিশ প্রধান বলেন, অনেকেই দাবি করেছেন, গুলশানের ঘটনায় অভিযানে বিলম্ব হয়েছে।  কিন্তু আমি বলবো মোটেও বিলম্ব হয়নি।  কারণ আমাদের টার্গেট ছিল জিম্মিদের মধ্যে যতটা সম্ভব জীবিত উদ্ধার করা।

তিনি বলেন, আমরা যতটুক জেনেছি রেস্টুরেন্টের দখল নেয়ার ২০ মিনিটের মধ্যেই তারা বিদেশি জিম্মিদের হত্যা করে।

আইজিপি একেএম শহীদুল হক বলেন, ড্রাগ যেমন একটা সময়ে তরুণ সমাজকে নিয়ন্ত্রণ করতো, আজ তেমনিভাবে জঙ্গিবাদও তরুণদের নিয়ন্ত্রণ করছে।

তিনি বলেন, সমাজের সবারর প্রতি আহ্বান, কখনো যদি জঙ্গিবাদ সংশ্লিষ্ট কিছু আপনাদের কাছে দৃশ্যমান হয়, সেক্ষেত্রে বিলম্ব না করে পুলিশকে জানান।  

আইজিপি বলেন, গুলশান হত্যাকাণ্ডের ঘটনায় আজ মামলা হচ্ছে।  যেসব জঙ্গি নিহত হয়েছে তাদের মরদেহ নিতে এখনো কেউ যোগাযোগ করেনি।  এ ঘটনায় যে দুজন সন্দেহভাজন জঙ্গি আটক রয়েছে তারা চিকিৎসাধীন।  সুস্থ হয়ে উঠলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি।  এরপর তারা অন্তত ৩৩ দেশি-বিদেশিকে জিম্মি করে।

প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্টুরেন্টের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী।  ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়।  তথ্যসূত্র : দ্য ডেইলি স্টার
৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে