ঢাকা : রাজধানীর গুলশানে একটি সেলুনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ১২ ব্যক্তি আহত হয়েছেন।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে ছুটে যায়।
আহতরা হলেন রুবেল (২০), সাকিল (২২), সেলিম (২৮), দেলোয়ার (৩৫), তুষার (২৫), মেহেদী রতন (৩৫), রাফিন (১০) রাকিন (৮), মেহেদী হাসান (৪০), ফেরদৌস আহমেদ (৪০), মুজিবর রহমান (৪০) ও মঞ্জিল (৩৮)।
হাসপাতাল সুত্র জানায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান কালাচাদপুর ১২ নম্বর গেট শহীদ বীর প্রতিক আনোয়ার সড়কে ডি-সোর্ড হেয়ার কাটিং ড্রেসার নামক সেলুনের অভ্যন্তরে হঠাৎ বিকট শব্দ হয়।
এরপরই ধোঁয়ায় অন্ধকার হয়ে আগুন ধরে যায়। এতে সেলুনে থাকা লোকজন ছাড়াও পথচারীরা আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে গুলশানের সাহাব উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
হাসপাতালে আহত তুষারের ভাই বেলাল হোসেন সাংবাদিকদের জানান, সেলুনে হঠাৎ বিস্ফোরণ হলে তার ভাই আহত হয়। কিসের বিস্ফোরণ হয়েছে তা তিনি বলতে পারেননি।
গুলশান থানার সাব ইন্সপেক্টর ওয়াজিউর রহমান গণমাধ্যমকে বলেন, কালাচাদপুরের ওই সেলুনে এসির বিস্ফোরণ ঘটেছে। এতে লোকজন আহত হয়।
৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম