ঢাকা : পুরান ঢাকায় নানি-নাতনীকে কুপিয়ে খুন হত্যা করা হয়েছে। নিহতরা হলেন বেগম (৫০) ও তার নাতনী বন্যা (২০)।
এ ঘটনায় নিহত বেগমের মেয়ে সিমা আক্তারও গুরুতর জখম হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার বিকেলে ছাতা মসজিদ গলির পাশে ইসাহাকের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, বন্যার খালু জীবন এ ঘটনা ঘটিয়েছেন।
নিহত বন্যার স্বামী সোহাগ বলেন, তিনি স্থানীয় একটি দোকানে কাজ করেন। খবর পেয়ে বাসায় ফিরে রক্তাক্ত অবস্থায় তিনজনকে দেখতে পান। এদের মধ্যে বেগম ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান, পরে সিমা ও বন্যাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোয়া ৪টার দিকে বন্যা মারা যায়। সিমার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোহাগ বলেন, এক বছর আগে বেগমের আরেক মেয়ে সুমি মারা যায়। এরপর থেকে সুমির ৯ বছরের মেয়ে জুই ও এক বছর বয়সী ছেলে সানি নানির কাছে থাকত। জুই ও সানির বাবা জীবন তাদের তার কাছে নিয়ে যেতে চাইতেন।
তিনি বলেন, কিন্তু বেগম তাদের দিতে চাইতেন না। এনিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। এরই জেরে জীবন এদের ওপর হামলা করে তার ছেলেমেয়েকে নিয়ে যান।
লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, ঘরে ঢুকে তিনজনের ওপর হামলা চালানো হয়। এতে দুই নারীর মৃত্যু হয়। বেগমের মেয়ে সুমির স্বামী জীবন এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। ঘটনার সময় জীবন তার দুই সন্তানকে নিয়ে পালিয়ে গেলেও পরে তাদের রেখে যায়।
জীবনকে গ্রেফতার করতে অভিযান চলছে বলে জানান তিনি।
৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম