টাঙ্গাইল: বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের প্রায় ৬৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে উত্তরবঙ্গের ১৬টি জেলাসহ অন্তত ২২ জেলার ঘরে ফেরা মানুষ। অতিরিক্ত যানবাহনের চাপ, যত্রতত্র গাড়ি বিকল ও বৃষ্টির কারণে মহাসড়কের টাঙ্গাইল অংশের গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটের তীব্রতা বেশি লক্ষ্য করা গেছে।
মির্জাপুর, পাকুল্লা, জামুর্কি, রাবনাবাইপাস, ঘারিন্দা বাইপাস ও নগরজলফৈই বাইপাশ এলাকায় থেমে থেমে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে ট্রাফিক পুলিশ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, অতিরিক্ত গাড়ির চাপ ও সকালে বৃষ্টির কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়াও বিভিন্ন স্থানে গাড়ি বিকল হয়ে পড়াও যানজটের অন্যতম কারণ বলেও জানান তিনি।
৫ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম