মঙ্গলবার, ০৫ জুলাই, ২০১৬, ০১:৩০:০১

সদরঘাটে লঞ্চের ধাক্কায় পন্টুনের রেলিং ভেঙ্গে বহু যাত্রী নদীতে, উদ্ধারে নদীতে তল্লাসী

সদরঘাটে লঞ্চের ধাক্কায় পন্টুনের রেলিং ভেঙ্গে বহু যাত্রী নদীতে, উদ্ধারে নদীতে তল্লাসী

ঢাকা : সদরঘাটে লঞ্চের ধাক্কায় পল্টুনের রেলিং নদীতে ডুবে যায়। নদীতে পড়ে যায় বহু যাত্রী। মঙ্গলবার সকালের দিকে সদরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যাওয়ার হিড়িক পড়ে সদরঘাট এলাকায়।

ছেড়ে যাওয়ার সময় যাত্রীবাহী একটি লঞ্চের আঘাতে একটি পল্টুনের রেলিং ভেঙ্গে যায়। নদীতে ডুবে যায় রেলিং। অসংখ্য মানুষ নদীতে পড়ে যায়। সাঁতার কেটে ওপরে ওঠে আসে তারা।

তবে নৌ-পুলিশের সদস্য ফজলুল হক জানান, দুই শিশু নিখোঁজ রয়েছে। উদ্ধারে নদীতে চলছে তল্লাসী। ঘটনার সময় ৩ বছর ও ৫ বছরের দুই শিশুও পড়ে যায় নদীতে। তাদের পিতার নাম সুমন ও মাতার নাম সালমা। তাদের গ্রামের বাড়ি শরিয়তপুরে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশু দুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। প্রসঙ্গত, সরকারি লঞ্চ এবং স্টিমারের পাশাপাশি ১৯০টি বেসরকারি স্বল্প ও দূরপাল্লার লঞ্চ নিয়ে এবারের ঈদ সেবায় প্রস্তুত রাখা হয় দেশের প্রধান লঞ্চ টার্মিনাল সদরঘাট। এর পরেও সোমবারের পর মঙ্গলবার সকালজুড়ে প্রচন্ড চাপ সদরঘাটে।
৫ জুলাই ২০১৬/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে