আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গুলশান হামলায় জাপানি নাগরিক নিহতের ঘটনায় বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার বিষয়ে কোনো নেতিবাচক প্রভাবের কথা জানায়নি জাপান জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।
আজ মঙ্গলবার রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
এদিকে গুলশানে সন্ত্রাসী হামলায় সাত জাপানি নাগরিক নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ থেকে কার্যক্রম গুটিয়ে নিতে পারে জাইকা। সংস্থাটির একজন মুখপাত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার এ খবর জানিয়েছে। তবে ওই মুখপাত্রের নাম প্রকাশ করা হয়নি প্রতিবেদনে।
জাপানের সরকারি সংস্থা জাইকা উন্নয়নশীল দেশগুলোয় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিচালনা করে থাকে। বাংলাদেশেও সড়ক, সেতু, রেল এবং নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বেশকিছু প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত জাইকা। মেট্রোরেল প্রকল্পেও ৭০ শতাংশের বেশি অর্থায়ন করার কথা সংস্থাটির। জাপানের অর্থায়ন প্রত্যাহার হলে এসব প্রকল্প বাস্তবায়নের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকে।
গুলশানে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে জাইকার ওই মুখপাত্র ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, অতিসম্প্রতি বাংলাদেশে জাপানি নাগরিক হত্যার যে ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে দেশটি থেকে কার্যক্রম গুটিয়ে নেয়ার বিষয়টি বিবেচনা করছে জাইকা।
৫ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম