মঙ্গলবার, ০৫ জুলাই, ২০১৬, ০২:০৫:১৭

জায়নামাজ ছাড়া ‌‘অন্য কিছু’ নেওয়া যাবে না: ডিএমপি

জায়নামাজ ছাড়া ‌‘অন্য কিছু’ নেওয়া যাবে না: ডিএমপি

নিউজ ডেস্ক : জাতীয় ঈদগাহে জায়নামাজ ছাড়া মুসল্লিদের কোনো ধরনের ব্যাগ আনা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্তের কথা জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গুলশানের জঙ্গি হামলার পর ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি আছে কি না এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এ ব্যাপারে সুস্পষ্ট কোনো থ্রেট নেই, তবে আমরা সতর্ক আছি। জঙ্গি হামলার বিষয়ে আছাদুজ্জামান বলেন, এই হামলা আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রের অংশ। যারা দেশের উন্নয়ন, গণতন্ত্র ব্যাহত করতে চায় তারাই এই ধরনের হামলার সঙ্গে জড়িত।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই ধরনের কাজের উৎসাহদাতা, অর্থদাতা, আশ্রয়দাতা সবাইকে আইনের আওতায় আনা হবে। যারাই জনগণের শান্তি বিঘ্ন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।
৫ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে