নিউজ ডেস্ক : গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজেন বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনার তিন দিন পর সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ মাহমুদ অপু জানান, মঙ্গলবার বিকাল ৫টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন হবে।
জঙ্গি হামলার ওই ঘটনা পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিলেও এখনও হামলাকারীর সংখ্যা, তাদের পরিচয় এবং আটকের সংখ্যা নিয়ে অস্পষ্টতা রয়েছে, যার উত্তর স্বাভাবিকভাবেই মন্ত্রীর কাছে জানতে চাইবেন সাংবাদিকরা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানান অপু।
গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি; দেশি বিদেশি অন্তত ৩৩ জন সেখানে জিম্মি হন।হামলাকারীদের ঠেকাতে গিয়ে বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।
প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়।
নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল।
ওই ঘটনার পর শনিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমাদের উপর আস্থা রাখুন। ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা যে কোনো মূল্যে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ।”
দেশবিরোধী ষড়যন্ত্র ঠেকাতে জনগণকে সক্রিয় হওয়ারও আহ্বান জানান তিনি। -বিডিনিউজ
৫ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম