মঙ্গলবার, ০৫ জুলাই, ২০১৬, ০৩:৪০:৫৮

গুলশান হত্যাকাণ্ড নিয়ে কূটনীতিকদের যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

গুলশান হত্যাকাণ্ড নিয়ে কূটনীতিকদের যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের সমর্থন পাবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী।

গুলশানে হলি অর্টিসান বেকারি রেস্টুরেন্টে সন্ত্রাসীরা জিম্মি করে ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জন হত্যার ৪র্থ দিনে ঢাকায় দায়িত্বরত কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সার্বিক বিষয়ে অবহিত করতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

গত শুক্রবার রাত ৯টার দিকে আকস্মিক হামলা চালিয়ে অভিজাত ওই রেস্টুরেন্টটি দখলে নেয় সন্ত্রাসীরা। ওই সময় রাতের খাবারে জন্য অপেক্ষমাণ দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে তারা, যাদের মধ্যে ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করা হয়।

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের সমস্যা অভিন্ন। জঙ্গি তৎপরতা নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে এ এইচ মাহমুদ আলী বলেন, আগামী দিনে আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার সঙ্গে সমন্বয় করে আরও নিবিড়ভাবে কাজ করবে বাংলাদেশ।

ব্রিফিং শেষে পররাষ্ট্রমন্ত্রী এবং কূটনীতিকদের কেউ আলোচনার বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

ব্রিফিংয়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে কূটনীতিকদের অবহিত করেন।
৫ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে