মঙ্গলবার, ০৫ জুলাই, ২০১৬, ০৫:৪৩:১৬

হামলাকারীদের লাশ নিতে আসেনি কেউ

হামলাকারীদের লাশ নিতে আসেনি কেউ

ঢাকা : রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টেুরেন্টে হামলার পর যৌথবাহিনীর অভিযানে নিহত ৬ জঙ্গির লাশের ময়নাতদন্ত করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষ হলেও তাদের লাশ নিতে আসেনি কেউ বলে জানা গেছে।  

লাশগুলো সম্মিলিত সামরিক হাসাপাতালের (সিএমএইচ) মর্গে রাখা হয়েছে।

গুলশান থানার এসআই আলী হাসান জানান, নিহত সন্ত্রাসীদের শরীরের গুলির চিহ্ন আছে।

এদিকে সোমবার রাতে ৬ সন্ত্রাসীর মধ্যে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।  মামলায় তাদের নাম বলা হয়েছে আবু উমায়ের, আবু সালমা, আবু রাহিক, আবু মুসলিম ও আবু মুহারিব।

তবে একজনের নাম-পরিচয় এখনো জানাতে পারেনি থানা পুলিশ।  অজ্ঞাত আরো ১৫ জনকে ওই মামলায় আসামি করা হয়।

শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় একদল জঙ্গি।  তারা দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে।  

তারা ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে।  এর ১২ ঘণ্টা পর শনিবার সকালে কমান্ডো অভিযানে জিম্মিদের ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। অভিযানে নিহত হয় ৬ হামলাকারী।  তাদের লাশ কেউ নিতে আসেনি।
৫ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে