নিউজ ডেস্ক : বাংলাদেশের বন্ধু হয়ে ঢাকায় আসেন হিরোশি তানাকা। তার বয়স হয়েছিলো ৮০ বছর। সারা জীবন রেল নিয়ে কাজ করেছেন তিনি। বাংলাদেশের রেলওয়ের নেটওয়ার্ক বাড়ানোর কাজে সহায়তা করতেই এদেশে এসেছিলেন তিনি।
নিহত ৭ জাপানীর মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক ছিলেন তিনি। তার প্রতি সুবিচার করতে পারেনি বাংলাদেশ! বাংলাদেশের বন্ধু হয়ে ঢাকায় আসেন তিনি। আর সেই মানুষটি নিজের টিমের সাথে গুলশানে সন্ত্রাসীদের হাতে দিয়েছেন প্রাণ।
বৃদ্ধ বয়সেও এশিয়ার রেল যোগাযোগে বিপ্লব আনতে কাজ করেছেন তিনি। এর আগে জাপানের জাতীয় রেলওয়েতে টেকনিশিয়ান হিসেবেও কাজ করেন তিনি। জাপানের রেলওয়ে টেকনোলজির সাথে যুক্ত থেকে ভিয়েতনাম, মালয়েশিয়া ও মায়ানমারে রপ্তানি করার কাজে যুক্ত ছিলেন তানাকা।
তার পুরনো বন্ধু আকিফুয়ু নাকামুরা আশা প্রকাশ করেছিলেন বাংলাদেশ পর্ব শেষে দেশে ফিরবেন তিনি। দেখা হবে তার সাথে। কিন্তু সেটি হয়নি। এখন তানাকার কাছে ঋণী বাংলাদেশ!
৫ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর