বুধবার, ০৬ জুলাই, ২০১৬, ০৩:০৭:৫৯

ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেনের যাত্রা বাতিল

ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেনের যাত্রা বাতিল

নিউজ ডেস্ক : নিরাপত্তার অজুহাতে ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো ধরণের নিরাপত্তার আশ্বাস না পাওয়ায় মঙ্গলবার থেকে যাত্রাটি সাময়িক ভাবে বন্ধ করা হয়।

এক প্রতিবেদনে জানায়, গত শুক্রবার রাতে রাজধানী গুলশানে জঙ্গি হামলার ঘটনার জেরে বাংলাদেশের পক্ষ থেকে মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বাতিলের অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। সেই সঙ্গে দুই দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সপ্তাহে তিনদিন ঢাকা-কলকাতা রুটে চলাচল করে ট্রেনটি। মঙ্গলবারের যাত্রাটি বাতিল হওয়ার কারণে শনিবারের যাত্রা নিয়েও এবার নতুন করে সংশয় দেখা দিয়েছে।

এর আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুমকি দেন, 'বাংলাদেশ সরকার যদি এসব হত্যাকাণ্ড থামাতে না পারে তবে পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দরের সামনে আমরা ধরণায় বসব এবং দরকার হলে দুই দেশের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর ক্রমাগত হামলার ঘটনা আমরা কোনোমতেই মেনে নেব না।

ঢাকায় জঙ্গি হামলার পরে পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে চিন্তা তো রয়েছেই। কিন্তু উদ্বেগের সেটাই কি একমাত্র কারণ? গুলশানের ঘটনাকে সামনে রেখে রাজনীতির আশঙ্কাও থাকছে। এবং সে ক্ষেত্রে আগুন ছড়ালে কে দেখবে! আশঙ্কাটা সেখানেও। তাই ঢাকার ঘটনা নিয়ে সোমবার বিধানসভায় মুখ খুলে শুরুতেই বিজেপি-কে এক রকম সতর্ক করে দেন ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য বিজেপি সভাপতি তথা খড়্গপুরের বিধায়ক দিলীপ ঘোষ বসেছিলেন সভায়। মুখ্যমন্ত্রী তাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মৈত্রী এক্সপ্রেস (ঢাকা-কলকাতার মধ্যে যাত্রীবাহী ট্রেন) বন্ধ করে দেব কেন বলেছেন? মৈত্রীর সঙ্গে জঙ্গিদের কোনও সম্পর্ক নেই। এ সব কথা বলবেন না। দায়িত্বশীল আচরণ করুন। আমাদের সবাইকেই দায়িত্বশীল আচরণ করতে হবে।’

৬ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে