নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার পবিত্র রমজান মাসে অন্যদের চেয়ে ১টি রোজা বেশি রাখতে হলো। সবাই ৩০টি রোজা রাখলেও রমজানের শুরুতে তিনি সৌদি ছিলেন। সেই অনুযায়ী এবার তাকে ৩১টি রোজা রাখতে হলো।
সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে থাকায় গত ৬ জুন থেকে রোজা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখা যায় ৬ জুন আর রোজা শুরু হয় ৭ জুন থেকে। সে হিসেব অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব থেকে অতিরিক্ত একটি রোজা রেখেই দেশে ফেরেন ৭ জুন।
মঙ্গলবার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেখানে আজ বুধবার ঈদ উদযাপিত হচ্ছে। আর বাংলাদেশের আকাশে মঙ্গলবার কোথাও চাঁদ দেখা যায়নি। তাই ঈদুল ফিতর পালিত হবে বৃহস্পতিবার। আর সে হিসেবে ৬ জুলাইয়ের দিনসহ প্রধানমন্ত্রীর মোট রোজার সংখ্যা দাঁড়াবে ৩১টি।
ধর্মীয় নিয়মে রয়েছে যখন যেখানে থাকবেন সেখানকার স্থানীয় সময় অনুযায়ী ধর্ম পালন করতে হবে।
সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে গত ৩ জুন সৌদি আরব যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি সেখানে পবিত্র ওমরাহ পালন করেন। পরে ৭ জুন দেশে ফেরেন।-যুগান্তর
৬ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস