নিউজ ডেস্ক : যাত্রী সঙ্কটের কারণে ১৬টি ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে এসব ট্রেনের ছেড়ে যাওয়ার কথা ছিল।
রমজান মাস ২৯ দিনে হলে আজ বুধবার দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হতো। তবে গতকাল বাংলাদেশের আকাশে কোথাও চাদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পালিত হবে।
প্রতিবছর ঈদের আগের দিন, এমনকি ঈদের দিনও ঢাকা থেকে বহু লোক গ্রামের বাড়িতে ঈদ করতে যান। তবে এবার ঈদে সরকারি কর্মকর্তারা ৯দিন ছুটি পাওয়ায় দৃশ্যপট বদলে যায়। ঈদের কয়েক দিন আগ থেকেই ঢাকা অনেকটা ফাঁকা হয়ে যায়।
৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম