নিউজ ডেস্ক : মধ্যপ্রচ্যের দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের চট্টগ্রাম, চাঁদপুর, দিনাজপুর, ঝিনাইদহ, মৌলভীবাজার, পিরোজপুর ও মুন্সীগঞ্জ জেলার শতাধিক গ্রামে বুধবার রোজার ঈদ উদযাপিত হচ্ছে।
মঙ্গলবার চাঁদ দেখতে না পাওয়ায় বাংলাদেশের বেশিরভাগ মুসলমান ঈদ উদযাপন করবেন বৃহস্পতিবার। তবে এসব গ্রামের বিভিন্ন পীরের অনুসারীরা বরাবরই রোজা, ঈদ, শবে-বরাত, শবে-মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে।
মধ্যপ্রাচ্যে মঙ্গলবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ বিভিন্ন আরব দেশে বুধবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
দেশের বিভিন্ন জেলায় ঈদ উদযাপিত হচ্ছে
চট্টগ্রাম: চট্টগ্রামের ৩০টি গ্রামের কিছু সংখ্যক মানুষ বুধবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন। সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের মুরিদরা সৌদিআরবের সাথে মিল রেখে অন্যান্য বছরের মতো এবারো একদিন আগে ঈদ উদযাপন করছেন।
মির্জারখীল দরবার শরীফ সূত্রমতে, সাতকানিয়ার মির্জাখীল, গাটিয়া ডেঙ্গা, মাদার্শা, চন্দনাইশের কাঞ্চননগর, হারাল, বাইনজুরি, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর, চাম্বল, শেখের খীল, ডোংরা, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া এবং পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান, ফটিকছড়ির কিছু এলাকাসহ চট্টগ্রামের মোট ত্রিশটি গ্রামের কিছু সংখ্যক মানুষ বুধবার ঈদ-উল ফিতর উদযাপন করছেন।
এছাড়াও পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও হ্নীলা বেশ কয়েকটি গ্রামের কিছু লোক একই সময়ে ঈদের নামাজ আদায় করেছেন।
চাঁদপুর: বৃষ্টি উপেক্ষা করে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন চাঁদপুরের ৪০ গ্রামের মুসলমানরা। সকাল ১০টায় হাজীগঞ্জের সাদ্রা আহম্মদিয়া ফাযিল মাদ্রাসায় ঈদের নামাজের একটি জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আরিফ উল্যাহ। ভোর থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হলেও তারা বৃষ্টি উপেক্ষা করে ঈদের নামাজ আদায় করতে আসেন।
দিনাজপুর: সদর উপজেলা, চিরিরবন্দর, কাহারোল ও বিরল উপজেলার বেশ কিছু এলাকায় বুধবার ঈদ হচ্ছে। সকাল ৮টায় দিনাজপুর শহরের পার্টি সেন্টার নামে একটি কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত হয় একটি জামাত। এখানে ইমামতি করেন হাফেজ মোহাম্মদ হিজবুল্লাহ।
ঝিনাইদহ: জেলার হরিণাকুণ্ডু উপজেলার ১৩টি গ্রামের শতাধিক পরিবার বুধবার ঈদ উদযাপন করছে। সকাল ৮টার হরিণাকুণ্ডু উপজেলার আব্দুল কাদের দুলদুলের ধানের চাতালের অস্থায়ী ঈদগাহে একটি জামাত হয়। এতে ইমামতি করেন আসাদুজ্জামান।
তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুণ্ডু উপজেলার ভালকী, পায়রাডাঙ্গা, বৈঠাপাড়া, কুলবাড়িয়া, বোয়ালিয়া, পার্বতীপুরসহ ১৩ গ্রাম থেকে শতাধিক মুসলমান এখানে এসে ঈদের নামাজ আদায় করেছেন।
মৌলভীবাজার: মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে প্রায় দেড় শতাধিক পরিবার। বুধবার সকাল ৭টায় জেলা শহরের সার্কিট হাউজ এলাকায় আহমেদ শাবিস্তার বাসার ছাদে পবিত্র ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্থানের দেড় শতাধিক পরিবারের মানুষ নামাজ আদায় করেন।
জামাতে ইমামতি করেন আলহাজ আব্দুল মাওফিক চৌধুরী পীর সাহেব। আলাদা ব্যবস্থা থাকায় একই জামাতে নারীরাও নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। এরপর সবাই কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
মুন্সীগঞ্জ: জেলার ৯টি গ্রামে বুধবার ঈদ উদযাপিত হচ্ছে। সদর উপজেলার আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর, বাংলাবাজার, বাঘাইকান্দির ও কংসপুরার একাংশ। এসব গ্রামের জাহাগীর তরিকার প্রায় পাঁচ হাজার মানুষ কয়েক বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন।
পিরোজপুর: নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের খেজুরতলা ও লঘুনাথপুর গ্রামের ৭০ পরিবার ঈদ উদযাপন করছেন। খেজুরতলা বাজারে আহলে হাদিস সম্প্রদায়ের লোকজনের নির্মিত একটি মসজিদে সকালে তারা ঈদের নামাজ আদায় করেন। শেখ মাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান এ খবর জানিয়েছেন।
৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম