বুধবার, ০৬ জুলাই, ২০১৬, ০৬:২৯:২৩

তল্লাশি হচ্ছে গুলশানের ৭৯নং রোডের বাসিন্দাদের খাবারও

তল্লাশি হচ্ছে গুলশানের ৭৯নং রোডের বাসিন্দাদের খাবারও

নিউজ ডেস্ব : গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পর ঢাকার কূটনৈতিকপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে ৭৯ নম্বর রোডের ওই রেস্তোরাঁয় ঢোকার রাস্তার মুখে বসানো হয়েছে চেকপোস্ট। সেখানে ওই এলাকার বাসিন্দাদের সবকিছুই তল্লাশি করছে পুলিশ। আর বাড়তি এই নিরাপত্তায় সন্তুষ্টির পরিবর্তে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ।
 
এদিকে ঘটনার পঞ্চম দিন বুধবারও সকাল থেকেই শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন পর্যায়ের মানুষ। হামলার নিন্দার পাশাপাশি ঐক্যবদ্ধ থাকার প্রেরণা খুঁজছেন তারা। ঢোকার মুখে রাস্তায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সীসহ বিভিন্ন পেশার মানুষ।
 
সরেজমিনে দেখা যায়, হলি আর্টিসান রেস্টুরেন্টে ঢোকার রাস্তার মুখে ব্যারিকেট দিয়ে রেখেছে পুলিশ। রেস্টুরেন্টের আশপাশের ৭ থেকে ৮টি বাড়ির বাসিন্দাদেরও সবসময় তল্লাশি করা হচ্ছে। এমনকি বাজার থেকে কিনে আনা খাবারের প্যাকেটও নিখুঁতভাবে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা।

কথা হয় ওই রোডের বাসিন্দা আতিক চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, এ ঘটনায় আমরা আতঙ্কিত। এখন নিরাপত্তারও প্রয়োজন আছে, তবে নিরাপত্তার নামে অতি তল্লাশিতে আমরা অসহায়। এমনকি বাইরে থেকে কেনা খাবারের প্যাকেট খুলে চেক করছেন পুলিশ সদস্যরা।
 
গুলশান ২ এর ৭৯নং রোডে নিরাপত্তার দায়িত্বরত এক পুলিশ সদস্য কবির হোসেন একটি অনলাইন নিউজ পোর্টালকে বলেন, ‘হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার আলামত যাতে নষ্ট না হয় সেজন্যই বাড়তি নিরাপত্তা। এ রোডের পথচারীদের তল্লাশি করা হচ্ছে, তবে কোন ধরনের হয়রানি করা হচ্ছে না।’   
 
এদিকে হোলি আর্টিজানে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন বৌদ্ধ ভিক্ষু আসিন জিন রক্ষিত থের। তিনি বলেন, ‘আমাদের বিদেশি অতিথিদের যেভাবে হত্যা করা হলো, তা আমাদের জন্যই দুঃখজনক। এসব ঘটনা আর যাতে না ঘটে সে বিষয়ে সরকারসহ সবাইকে সচেতন হতে হবে।’
৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে