নিউজ ডেস্ক : গুলশান হামলার পর বাংলায় হুমকি দিয়ে ইসলামিক স্টেটের যে তিন তরুণ জঙ্গি ভিডিও প্রকাশ করেছে, তাদের একজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এখনো পর্যন্ত পাওয়া তথ্যে জানা যাচ্ছে, তার নাম তাহমিদ রহমান শাফি।
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে গ্রামীণফোনে কাজ করতেন শাফি। সাইট ইন্টেলিজেন্স গ্রুপ ওই ভিডিও প্রকাশ করেছে।
গ্রামীণফোনে তার একজন সাবেক সহকর্মী বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন, আইএসের ভিডিওতে দেখা যাওয়া প্রথম তরুণটি তাহমিদ রহমান শাফি।
তিনি জানিয়েছেন, শাফি গ্রামীণফোনের কম্যুনিকেশন (গণসংযোগ) বিভাগে ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সহকর্মীদের মধ্যে হাসিখুশি এবং সঙ্গীতপ্রিয় হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি।
তবে, ২০১০ সাল থেকেই শাফি কিছুটা চুপচাপ ও শান্ত হয়ে গিয়েছিল। বছর দুই আগে থেকে ধর্মের প্রতি অনুরাগী হয়ে ওঠে শাফি।
সাবেক ঐ সহকর্মী আরো জানাচ্ছেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ানের প্রথম সিজনে সেরা ১৫ তে জায়গা পেয়েছিল শাফি।
রবীন্দ্রসঙ্গীত নিয়ে পিএইচডি করার ইচ্ছা পোষণ করেছিল শাফি। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে গ্রামীণফোনের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশ করা ভিডিওতে শাফিকে প্রথমে বাংলায়, পরে ইংরেজিতে বক্তৃতা দিতে দেখা যায়। এতে তারা মুসলিম প্রধান বাংলাদেশ গণতন্ত্রের সমালোচনা করেন।
রাতে একটি ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে করা ওই ভিডিওতে তারা বাংলাদেশে ‘ইসলামিক স্টেটের’ ছড়িয়ে পড়ার ওপর গুরুত্বারোপ করেন।
ভিডিওটি ইসলামিক স্টেটের কথিত রাজধানী সিরিয়ার রাকা থেকে ধারণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ভিডিওতে ঢাকায় হামলাকে ‘গতকালের’ ঘটনা বলে মন্তব্য করায় ধারনা করা হয় এটি গুলশান হামলার পরদিন রাতে ধারণ করা হয়েছে।
এতে বলা হয়, ‘এবং তোমরা গতকাল বাংলাদেশে যা দেখছো তা ঝলক মাত্র। এটা চলতেই থাকবে এবং চলতেই থাকবে এবং চলতেই থাকবে, যতক্ষণ না তোমরা পরাজিত হও আর আমরা জয়ী হই এবং বিশ্বব্যাপী শরীয়াহ প্রতিষ্ঠিত হয়। এবং তোমরা এটা কখনো বন্ধ করতে পারবে না।’ সূত্র: বিবিসি বাংলা, হোমল্যান্ড সিকিউরিটি
৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম