নিউজ ডেস্ক : রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রাত পোহালেই খুশির ঈদ উদযাপন করবেন বাঙালিরা।
ঈদ মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব। ৭ জুলাই বৃহস্পতিবার সারাদেশে উদযাপিত হবে ঈদুল ফিতর।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরান, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, ইউরোপ ও এশিয়ায় ৬ জুলাই বুধবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
রাজধানী ঢাকার প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া বৈরী থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম