ঢাকা : এক ধাক্কায় বাড়লো স্বর্ণের দাম। বিশ্ববাজারে সোনার দাম আউন্স প্রতি ১.১% বেড়ে দাঁড়িয়েছে ১৩৭১.৩৯ ডলার, যা ২০১৪ সালের মার্চ মাসের পর সর্বোচ্চ।
পাশাপাশি সিঙ্গাপুরে রুপার দাম বেড়েছে ২.৪% অর্থাত্ আউন্স প্রতি ২০.৪১ ডলার।
স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, ব্রেক্সিটের জেরে ছড়িয়ে পড়া আতঙ্ক মাথা চাড়া দিতেই সোনায় লগ্নি করার হার বেড়েছে। এর জেরেই গত ২ বছরের তুলনায় এক ধাক্কায় বাড়লো সোনার দাম।
৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম