ঢাকা : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত দুই পুলিশ সদস্যের পরিবারকে ৩ লাখ টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ঘটনায় যেসব পুলিশ সদস্য আহত হয়েছেন তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ বুধবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
গত শুক্রবার হলি আর্টিজানের ওই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার রেজাউল করিম এবং বনানী থানার ওসি সালাহউদ্দিন নিহত হন।
এ ঘটনায় আহত হন আরো ২৬ পুলিশ সদস্য। আহত পুলিশ সদস্যরা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম