নিউজ ডেস্ক : শেষ হয়েছে রমজান মাস। এসেছে খুশীর ঈদ। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসবের এই দিনে প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ সমগ্র দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, নরেন্দ্র মোদি বিকেল ৫টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কথা বলেন এবং তাকে ঈদের শুভেচ্ছা জানান।
এসময় প্রেস সচিব বলেন, মোদি বাংলাদেশের জনগণকেও ঈদের শুভেচ্ছা জানান এবং তাদের মঙ্গল কামনা করেন।
প্রেস সচিব আরো বলেন, শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী ও সেদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান এবং তাদের মঙ্গল কামনা করেন।
৭ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস