নিউজ ডেস্ক : দু’চোখেই অস্ত্রোপচার করানোর ডাক্তারি পরামর্শে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ১ অক্টোবর দেশে ফিরতে পারছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কয়েকদিন বিলম্ব হবে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিনি চোখে অপারেশন করাবেন। অবশ্য এ জন্য দিনক্ষণ এখনো ঠিক হয়নি। ঈদের কারণে বেগম জিয়া কিছুটা সময় নেন। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেগম জিয়া চিকিৎসকের কাছে গিয়েছিলেন। তিনি চোখের পরীক্ষা করিয়েছেন। সব পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বলেছেন, তার চোখের অপরারেশন করাতে হবে। খালেদা জিয়া আবারো চোকের জন্য চিকিৎসকের কাছে যাবেন। এরপর অপারেশনের দিনক্ষণ ঠিক করবেন তিনি।
সূত্র জানায়, তার দুই চোখই অপারেশন করাতে হবে। বিষয়টি নিয়েও আলোচনা করবেন তিনি। এ কারণে ১ অক্টোবর দেশে ফেরা হচ্ছে না তার। আগাম টিকিট কাটার সিদ্ধান্ত হয়নি। অবশ্য এরই মধ্যে তার টিকিটের তারিখ পরিবর্তন করা হয়েছে।
খালেদা জিয়া লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে আট বছর পর প্রথমবারের মতো ঈদ পালন করেন। সেখানে বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে খালেদা জিয়া। নেতাকর্মী ও প্রবাসী সমর্থকরা বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে পেরে আনন্দিত।
তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র জানায়, ঈদের দিন খালেদা জিয়া কাটিয়েছেন তারেক রহমানের বাসায়। সন্ধ্যায় নেতাকর্মীদের ও সমর্থকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। খালেদা জিয়া লন্ডন ছাড়াও দেশে চার জায়গায় কোরবানি দিয়েছেন।
সূত্র জানায়, অনেকদিন পর বেগম খালেদা জিয়া লন্ডনে পরিবারের সঙ্গে ভালোই সময় কাটাচ্ছেন। খালেদা জিয়া মনে করেছেন, লন্ডনে গেলে তার চিকিৎসার পাশাপাশি সময়টাও ভালো কাটবে।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম