সিলেট : দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার সিলেট নগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
মুহিত বলেন, ‘এ মুহূর্তে জাতীয় ঐক্য প্রয়োজন। তবে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী থাকলে এই ঐক্য সম্ভব হবে না।’
তিনি বলেন, ‘জাতীয় ঐক্য তো দরকার বটেই। এ ধরনের পরিস্থিতিতে জাতীয় ঐক্য হওয়া উচিত এবং আমার কাছে মনে হয়েছে, এই প্রথম গত ছয়/সাত বছরে খালেদা জিয়া প্রথম একটা ভালো উক্তি করেছেন।’
অর্থমন্ত্রী বলেন, বিপথগামীরা গুলশানে হামলা করেছে। পরিবারের সান্নিধ্যে না থাকলে সন্তানের বিপথগামী হওয়ার সম্ভাবনা থাকে। এ জন্য পিতামাতা ও স্বজনদেরকে তিনি সন্তানদের প্রতি নজর রাখার আহ্বান জানান।
শাহী ঈদগাহে প্রায় ৫০ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। জামাত শেষে বাংলাদেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
৭ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস