ঢাকা : কিশোরগঞ্জের শোলাকিয়ায় হয় বর্বর সন্ত্রাসী হামলা। পুলিশের উপর এই হামলা হয়। হামলার আতঙ্কে মাওলানা ফরিদ উদ্দিন মাসঊদ নিরাপদে আশ্রয় নেন। সময় হয়ে গেলে অন্য এক মাওলানা বিশাল এ ময়দানে ঈদের নামাজে ইমামতি করেন।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ঈদগাহের দিকে আসেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। মাওলানা ফরিদ উদ্দিন এই বর্বর হামলার বিষয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে।
গুলশান হামলার পরে আইএস আইএস বলে একটি শব্দ বারবার উচ্চারিত হচ্ছে। এই হামলার সাথে আইএস না অন্যকোনো মহল কি জড়িত? এই বিষয়ে জানতে চাওয়া হয় তার কাছে।
মাওলানা ফরিদ উদ্দিন মাসঊদ বলেছেন, এরা আইএস নয়, এরা সবাই স্থানীয়। ফরিদ উদ্দিন মাসঊদ বলেন, হামলা চালিয়ে জান্নাত পাওয়া যাবে না। এটা সন্ত্রাসের পথ। সন্ত্রাসের পথ হারাম। এটাকে ইসলাম সপোর্ট করে না।
মাওলনা ফরিদ উদ্দিন মাসঊদ বলেন, আপনারা সবাই এদের বিরুদ্ধে ঐক্যবন্ধ হোন। প্রতিবাদ গড়ে তুলুন। ফরিদ উদ্দিন আরও বলেন, মাঝে মাঝে ফুটফাট করে হামলা চালিয়ে সরকারে পরিবর্তণ আনা যাবে না। যারা হামলা করেছে তাদের বিপদগামী আখ্যা দিয়েছেন তিনি।
৬ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর