ঢাকা : রাজধানীর ফকিরেরপুল এলাকায় র্যাব চেকপোস্টে তল্লাশির সময় ৩টি বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড গুলিসহ মো. সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে র্যাব।
৮ জুলাই শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়। র্যাব-৩ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল খন্দকার গোলাম সারোয়ার এ তথ্য নিশ্চিত করেন।
র্যাবের এ কর্মকর্তা বলেন, ফকিরেরপুল এলাকায় র্যাবের চেকপোস্টের কাছ দিয়ে যাওয়ার সময় সাইফুলের গতিবিধি সন্দেহ হয়। এসময় তার দেহ তল্লাশি করা হয়।
তিনি জানান, তল্লাশি করে তার কাছ থেকে ৩টি বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সাইফুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান গোলাম সারোয়ার।
৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম