নিউজ ডেস্ক : গত ২৪ জুন রাজধানীর গুলশানের আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ ঘটনার কয়েকদিন পর বাংলাদেশে আবার হামলার হুমকি দিয়ে তিন বাংলাদেশি তরুণ একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওবার্তার মাধ্যমে গুলশানের হলি আর্টিজানে হামলাকারীদের প্রশংসা করেন এবং বাংলাদেশে আরো হামলার হুমকি দেন।
কথিত আইএসের ভিডিওতে হুমকি দাতাদের মধ্যে আরাফাত ওরফে তুষার মডেল কন্যা নায়লা নাঈমের সাবেক স্বামী বলে বিভিন্ন মাধ্যমে যে খবর প্রকাশিত হয় সে ব্যাপারে মুখ খুললেন নায়লা নাঈম।
তিনি বলেছেন, কয়েক বছর ধরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না। কিছু লোক অতিরিক্ত কিছু বানিয়ে আমার ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে।
সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স দাবি করেছে, ওই তিন তরুণ আইএসের সদস্য। তাদের একজন আরাফাত ওরফে তুষার বাংলাদেশের মডেল কন্যা নায়লা নাইমের সাবেক স্বামী ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
এ ব্যাপারে বাংলাদেশের একটি অনলাইন গণমাধ্যমকে নায়লা নাঈম বলেন, আসলে তুষার আমার ডেন্টাল কলেজের ক্লাসমেট ছিল। আমরা দুজনে অনেক কাছের বন্ধু ছিলাম। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরও আমাদের মাঝে যোগাযোগ হতো। কিন্তু গত তিন-চার বছর ধরে তার সাথে আর কোনো যোগাযোগ ও সম্পর্ক নেই।
তিনি বলের, সে এখন কি করছে আমার কোনো ধারণা নেই। মিডিয়া একটা ইস্যু খুঁজে পেয়েছে। কিছু লোক অতিরিক্ত কিছু করে আমার ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে।’
হঠাৎ কেন জঙ্গি হলেন নায়লা নাঈমের সাবেক স্বামী ডাক্তার তুষার- এ নিয়েও রয়েছে নানা কানাঘোষা।
আরাফাত ওরফে তুষার সিটি ডেন্টাল কলেজের ছাত্র। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, টেবিল টেনিস খেলা এবং পেশাগত কাজের মধ্যে কেন তিনি বদলে যেতে থাকেন টের পাননি স্বজনরাও। বুঝতে পেরেছেন ততদিনে যখন আরাফাত নিজেকে গুটিয়ে নেন এবং হিংস্র হয়ে উঠতে শুরু করেন।
একসময় কাউকে কিছু না জানিয়ে নিরুদ্দেশ হন তিনি। ২০১৪ সালের পর তার সঙ্গে পুরনো কোনো বন্ধুর কোনো যোগাযোগই ছিল না বলে জানা গেছে।
এর আগে ২০১১ সালের দিকে মডেল নায়লা নাইমের সাথে সম্পর্ক ছিল তুষারের। এ কথা নায়লা নাইমও স্বীকার করেছেন।
আরাফাতের বন্ধুরা গণমাধ্যমকে জানান, প্রয়াত মেজর ওয়াশিকুর আজাদের ছেলে তুষার। পেশায় দন্ত্য চিকিৎসক তুষার গত প্রায় দুবছর ধরে নিখোঁজ।
তবে শেষ দেখা পাওয়া গেছে যখন নানারকম পারিবারিক অশান্তির মধ্য দিয়ে জীবনযাপন করছিলেন তখন। ততদিনে নিজের সংসার থেকেও বিচ্ছিন্ন তুষার।
পরিবারের সঙ্গে তার ভালো সম্পর্ক যাচ্ছিল না বলে জানা যায়। শেষদিকে তিনি নিজের শরীরের ওপর নানারকম অত্যাচার করতেন। একসময় নিজেই সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। হঠাৎ করেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
আরাফাত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি এবং রাজউক থেকে এইচএসসি পাস করেন। বারিধারার ডিওএইচএসে তাদের বাসা।
গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় হতাহতের চারদিনের মাথায় বুধবার আইএসের নামে নতুন ভিডিও অনলাইনে আসে।
ওই ভিডিওতে তিন যুবককে বাংলায় কথা বলতে শোনা যায়। সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হচ্ছে, ওই ভিডিওবার্তা সিরিয়ার আইএস কথিত রাজধানী আর রাকা থেকে এসেছে।
উল্লেখ্য, ১ জুলাই শুক্রবার রাতে গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা। এতে ২ পুলিশ সদস্য, ১৭ বিদেশি নাগরিক ও ৩ বাংলাদেশি নিহত হন।
পরে কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয় বলে শনিবার সেনাসদরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। অভিযানে জীবিত উদ্ধার করা হয় ৩ বিদেশিসহ ১৩ জিম্মিকে। ১ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তিনি ৮ জুলাই শুক্রবার মারা যান বলে জানা গেছে।
এদিকে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টেরেন্টে হামলার সঙ্গে শোলাকিয়ায় জঙ্গি হামলার যোগসাজশ থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ঢাকা রেঞ্জের ডিআইজি জানিয়েছেন, নামাজ চলাকালে ময়দানে গ্রেনেড হামলার লক্ষ্য নিয়েই জঙ্গিরা শোলাকিয়া ঈদগাহে ঢোকার চেষ্টা করছিল।
ঐতিহাসিক শোলাকিয়ায় ১৮৯তম ঈদুল ফিতরের জামাত শুরুর আগে প্রবেশ পথের চেকপোষ্টে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা।
ওই হামলায় ২ পুলিশ ১ জঙ্গিসহ ৪ জন নিহত হন। আহত হয় ১৬ জন। ঘটনার পর পরই ওই স্থান থেকে পুলিশ ২ জঙ্গিকে আটক করে। পরে আরো কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, খুবই শক্ত, কেউ কথা বলতে চায় না। তবে আমরা বের করবো নিশ্চয়ই।
৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম