ঢাকা : ঈদের দিনে শোলাকিয়ায় পুলিশের উপর হামলা করে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয় শফিউল ওরফে সোহানকে। ছেলে কিভাবে জঙ্গি হলো? এ বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য সোহানের মা শিউলিকে আটক করেছে র্যাব।
র্যাব-১৩ ঘোড়াঘাটের বৈদড় গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে শিউলিকে বেগমকে আটক করেছে। প্রায় একই সময় উপজেলার মারুপাড়া গ্রাম থেকে শফিউলের জ্যাঠাত ভাই এনামুলকেও আটক করে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে শফিউলের মা শিউলি আক্তার ও এনামুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র্যাব।
৮ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর